বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আইসিসির কড়া সমালোচনা ইউসুফের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তিনি আইসিসির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে সংস্থাটির শাসনব্যবস্থা ও ধারাবাহিকতা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে বিশ্বকাপের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দেয়। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকলে শেষ পর্যন্ত আইসিসি দলটিকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আইসিসির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ তারা পর্যালোচনা করেছে, কিন্তু যৌক্তিক কোনো হুমকি বা ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি। ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটাঙ্গনে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মোহাম্মদ ইউসুফ বাংলাদেশের বিশাল ক্রিকেট দর্শকগোষ্ঠীর বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—এই ১০টি দেশের সম্মিলিত ক্রিকেট দর্শকসংখ্যা আনুমানিক ১৭৮ মিলিয়ন, যা প্রায় এককভাবে বাংলাদেশের দর্শকসংখ্যা ১৭৬ মিলিয়নের সমান।
ইউসুফ মনে করেন, এত বড় একটি ক্রিকেট বাজার ও দর্শকভিত্তিকে উপেক্ষা করা আইসিসির জন্য শুভ বার্তা নয়। তিনি বলেন, বিশ্বব্যাপী দর্শকদের দ্বারা পরিচালিত একটি খেলায় বাংলাদেশের মতো দেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা সুশাসনের প্রশ্ন তোলে।
আইসিসির শাসনব্যবস্থা নিয়ে আরও কঠোর মন্তব্য করে ইউসুফ বলেন, ক্রিকেট কখনোই প্রভাব-প্রতিপত্তি কিংবা নির্বাচিত সুবিধার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত নয়। যখন সিদ্ধান্ত গ্রহণে ন্যায্যতা হারিয়ে যায় এবং সুবিধা নির্বাচনমূলক হয়ে ওঠে, তখন খেলাটির মূল চেতনাই ক্ষতিগ্রস্ত হয়।
তার মতে, ক্রিকেট পরিচালিত হওয়া উচিত নীতি ও ন্যায়ের ভিত্তিতে, কোনো দেশের প্রভাব বা রাজনৈতিক বিবেচনায় নয়। বাংলাদেশের বিষয়টি সেই বাস্তবতারই একটি উদাহরণ হয়ে থাকল বলে মন্তব্য করেন এই সাবেক পাকিস্তানি তারকা।
ভিওডি বাংলা/জা







