• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জে ঢাকা মেইল ট্রেনের বগি লাইনচ্যুত

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ১০:১২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা মেইল-২ ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনের কেবিন স্টেশন মাস্টার ট্রেনটিকে সামনের দিকে অগ্রসর হওয়ার অনুমতি দেন। অনুমতি পাওয়ার পর লোকোমাস্টার ট্রেনটি কিছুদূর এগোতেই ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি লাইনচ্যুত হয়।

এতে ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামসহ তিনটি গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভৈরব স্টেশন মাস্টার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার ও মেরামত কাজ শুরু হয়। লাইন থেকে লাইনচ্যুত বগি সরিয়ে স্বাভাবিক ট্রেন চলাচল পুনরায় চালুর চেষ্টা চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উদ্ধার কাজ শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুততম সময়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের