• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশকে স্থিতিশীল করতে বিএনপি ছাড়া বিকল্প নেই: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ এ.এম.
বনানীর ঢাকা-১৭ আসন তারেক রহমানের নির্বাচনী কার্যালয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন আবদুস সালাম

দেশকে স্থিতিশীল করতে বিএনপি ছাড়া বিকল্প নেই মন্তব্য করে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দেশের সামাজিক অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ এবং আন্তর্জাতিক অবস্থাও কোনোভাবেই ভালোভাবে চলছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে একটি ভালো সরকার দরকার। আর অতীতে প্রমাণিত হয়েছে এই দেশের একমাত্র ভালো সরকার দিতে পারে বিএনপি। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তা প্রমাণ করেছে। ইনশাল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে আবারও একটি যোগ্য সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর বনানীর ঢাকা-১৭ আসন তারেক রহমানের নির্বাচনী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমরা এখনো পূর্ণ গণতন্ত্র ফিরে পাইনি। আমরা আশা করি একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক উত্তরণের প্রাথমিক ধাপ অতিক্রম করা সম্ভব হবে। জনগণের ভোটে তারেক রহমান নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলে তিনি দেশকে পূর্ণ গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনবেন।

গত ১৭ বছরে দেশের প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এমন কোনো প্রতিষ্ঠান নেই যাকে ধ্বংস করা হয়নি। যখনই দেশ সংকটে পড়েছে, তখনই জনগণ বিএনপিকেই পাশে পেয়েছে। শেখ হাসিনার আমলে একদলীয় শাসন কায়েম হয়েছে, লুটপাট হয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে। এসবের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি।

বিএনপিকে ‘সাইজ করে দেওয়ার’ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা বিএনপিকে সাইজ করার কথা বলে, তারা ভুলে যায় বিএনপির সাথে জনগণ আছে। বিএনপিকে ছোট করা সহজ নয়। জনগণ জানে, বিএনপি কখন জনগণের পাশে ছিল।

তিনি আরও বলেন, যারা বলে আওয়ামী লীগও দেখেছেন, বিএনপিও দেখেছেন তাদের বলব, আমরা তো ১৯৭১ সালেও আপনাদের দেখেছি। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, জনগণ তাদের চিনে রেখেছে।

এ সময়ের উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে