তারেক রহমান:
৩ নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন আজ

নির্বাচনি সফরের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় পৃথক তিনটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।
দলীয় কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান দুপুর আড়াইটায় ময়মনসিংহ শহরের সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন। এই জনসভাকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
ময়মনসিংহের কর্মসূচি শেষ করে ঢাকায় ফেরার পথে আরও দুটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। সন্ধ্যা ছয়টায় তিনি গাজীপুরের রাজবাড়ি মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যা সাতটায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি দলের অবস্থান ও আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরবেন।
কর্মসূচি শেষে রাত আটটার দিকে গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন তারেক রহমান।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে জনসংযোগ ও জনসভা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি।
ভিওডি বাংলা/জা







