• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারীদের ভোটে নির্ধারিত হবে আগামীর ঢাকা-৬: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ১১:২০ পি.এম.
বক্তব্য রাখছেন ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নারীদের ব্যাপক উপস্থিতি আগামীর বাংলাদেশ ও ঢাকা-৬ আসনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানী সূত্রাপুরের ৪২ নং ওয়ার্ডে ঢাকা ৬ এর নির্বাচনী প্রচারণায় এক পথ সভায় তিনি সব কথা বলেন।

ইশরাক বলেন, বাংলাদেশের মোট ভোটারের গড়ে ৫২ শতাংশ নারী এবং ঢাকা-৬ আসনে নারী ভোটারের হার ৫১.৬ শতাংশ। এই বিপুল সংখ্যক নারী ভোটারই নির্ধারণ করবে কে নারীদের ক্ষমতায়ন, নিরাপত্তা ও সমান অধিকারে বিশ্বাসী।

ইশরাক হোসেন বলেন, নারীদের ক্ষমতায়ন, সমান অধিকার, নিরাপত্তা ও রাজনৈতিক নেতৃত্ব সব ক্ষেত্রে যারা প্রকৃতভাবে বিশ্বাসী, তাদেরকেই ভোটের মাধ্যমে বেছে নিতে হবে। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ একটি রাজনৈতিক দল নারীদের নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। কখনো নারীদের কর্মঘণ্টা কমানো, আবার কখনো তাদের ঘরে আটকে রাখার মতো পরিকল্পনার কথা বলছে, যা নারীর স্বাধীনতার পরিপন্থী।

তিনি বলেন, অনেকে ভাবেন ধানের শীষের জোয়ার আছে, আমি ভোট দিতে না গেলেও প্রার্থী জিতে যাবে এটা করবেন না। একটু কষ্ট করে হেঁটে হলেও, লাইনে দাঁড়িয়ে হলেও আপনাদের ভোট দিতে হবে। নারীদের উপস্থিতি ছাড়া এই বিজয় সম্পূর্ণ হবে না।

বিএনপির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহবধু থেকে বিশ্বনেত্রীতে পরিণত হয়ে প্রমাণ করেছেননারী নেতৃত্বে বিএনপির কোনো সংকীর্ণতা নেই।

ইশরাক হোসেন বলেন, ‘নারী নেতৃত্ব নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। নারীরা কর্মক্ষেত্রে হোক বা রাজনৈতিক নেতৃত্বে সব জায়গায় সমান অধিকার পাবে।’

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তিনি কোনো পদ-পদবির জন্য রাজনীতিতে আসেননি; এসেছেন সংগ্রাম ও লড়াই করার জন্য, বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে।

তিনি আরও বলেন, দল তার কাজ ও কমিটমেন্টের ওপর আস্থা রেখেই তাকে মনোনয়ন দিয়েছে। জনগণের প্রতি তার দায়বদ্ধতায় কোনো ঘাটতি থাকবে না ইনশাল্লাহ।

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তিন লাখ ৯৮ হাজার ভোটারের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছানো সম্ভব নয়, তাই সবাইকে তার পক্ষে প্রচার ও অন্যদের উদ্বুদ্ধ করার অনুরোধ জানান।

এলাকার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস সংকট বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংকট সমাধানে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আপনারা আমাকে সুযোগ দিন, আমি আপনাদের হতাশ করবো না। আপনাদের আস্থা ধরে রাখতে প্রয়োজনে জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
মাহদী আমিন: বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
ইশরাক হোসেন: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে
নাহিদ ইসলাম: ১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে