রবিউল আলম
রাষ্ট্রে জনগণের মত প্রতিষ্ঠা করতে হলে বিএনপির পাশে থাকতে হবে

ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা। তাই রাষ্ট্র ও রাষ্ট্রব্যবস্থায় জনগণের মত প্রতিষ্ঠা করতে ভোটারদেরকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানী সাইন্স ল্যাবরেটরির বসুন্ধরা গলির স্কয়ার টাওয়ার ফ্ল্যাট মালিক ও বসবাসকারীদের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রবিউল বলেন, আমরা দায়িত্ব ও জবাবদিহিতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করতে চাই এবং সর্বাধিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। এটি একমাত্র আপনাদের সমর্থন ও রায়ের ভিত্তিতেই সম্ভব।
নির্বাচনের পর জনগণের সঙ্গে বসে কাজ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, এলাকার আবাসিক পরিবেশ তুলনামূলক ভালো থাকলেও সেবা খাতে কিছু দুর্বলতা রয়েছে, যা সমাধান করা হবে। নিরাপত্তা বা রাজনৈতিক প্রভাব থাকলে তা জানালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শেখ রবিউল আলম বলেন, বিএনপি নেতাকর্মীরা জনগণের সেবক। ১৭ বছর নির্যাতনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক চর্চায় কিছু দুর্বলতা এসেছে, তবে তা সংশোধনের প্রক্রিয়ায় আছি। আগামী তিন থেকে চার মাসের মধ্যে বিএনপিকে আরও বিনয়ী, মানবিক ও সহায়ক রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে পাবেন।
নারী অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, মা-বোনদের উপস্থিতি ও সমর্থন তাদের শক্তিশালী করে এবং রাজনীতিকে শুদ্ধ করে।
রাষ্ট্রের ব্যর্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ একাকার হয়ে যাওয়ায় রাষ্ট্র সংকটে পড়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হওয়াই এ সংকটের মূল কারণ।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রে জনগণের মালিকানা, অধিকার ও জবাবদিহি নিশ্চিত করতে চায়। ৩১ দফার মাধ্যমে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে বিএনপির।
ভোটারদের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, এই ভোট শুধু প্রতিনিধি নির্বাচনের নয়, এটি রাষ্ট্র বিনির্মাণের ভোট। আপনার ভোটই নির্ধারণ করবে বাংলাদেশ কিভাবে চলবে। তাই সবাইকে কেন্দ্রে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি ও আমার দল আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করবো, ইনশাআল্লাহ।
মোহাম্মদ তৌহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







