• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসিফ মাহমুদ

পুরোনো ও নতুন ফ্যাসিবাদের ঐক্যর বিরুদ্ধে ব্যালট বিপ্লব হবে

চট্টগ্রাম প্রতিনিধি    ২৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পি.এম.
বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণভোটের ব্যালটে ‘না’ ভোট দেওয়ার জন্য পুরোনো ও নতুন ফ্যাসিবাদী শক্তির মধ্যে ঐক্য গড়ে উঠেছে। তবে আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যালট বিপ্লবের মাধ্যমে সেই ঐক্য নস্যাৎ করে দেওয়া হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি সভায় প্রধান অতিথি ছিলেন।

পথসভায় আসিফ মাহমুদ চট্টগ্রাম-৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থী জোবাইরুল আরিফ এবং বান্দরবান আসনের প্রার্থী সুজা উদ্দিনকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আগে ১৭ বছর ধরে জনগণের ওপর যে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন ও কারাবন্দি নির্যাতন চালানো হয়েছে, তার নতুন রূপ গত ১৭ মাসে দেখা গেছে। গ্রাম থেকে শহর, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এই পরিস্থিতির অবসান ঘটাতে হলে এবার ব্যালটে বিপ্লব ঘটাতে হবে।

আসিফ মাহমুদ বলেন, ইতোমধ্যে ৩০০ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ভোটারদের মার্কা দেখার সময় নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের মুক্তি ও সুশাসন নিশ্চিত করতে পারে—এমন প্রার্থীকেই ভোট দিতে হবে। একটি ভোটের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘমেয়াদি স্বাধীনতা, সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে।

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল ১৭ বছর ধরে সংস্কারের কথা বললেও এখন সংস্কারের সময় এলে তাদের কণ্ঠ নীরব হয়ে গেছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে তার সুফল শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মও ভোগ করবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, পরাজিত ও নতুন করে মাথাচাড়া দেওয়া ফ্যাসিবাদী শক্তি গণভোটে ‘না’ ভোটকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে। ৫ আগস্ট যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সেই ঐক্য আবারও ভেঙে দেওয়া হবে।

এর আগে সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মো. ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু হয়। কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ বলেন, যাদের আত্মত্যাগে গণ-অভ্যুত্থান হয়েছে, এই নির্বাচন তাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার পথ তৈরি করবে।

এ সময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
ইসি সানাউল্লাহ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত