• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরিবর্তনের পক্ষে রায় দিন: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা–১২ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিএনপি সমর্থিত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাইফুল হকের নির্বাচন পরিচালনার প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের অংশগ্রহণে কার্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। 

উদ্বোধনকালে সাইফুল হক বলেন, ‘ঢাকা–১২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, যানজট, জলাবদ্ধতা, নাগরিক সেবা সংকট ও দুর্নীতির শিকার। এখন সময় এসেছে পরিবর্তনের। জনগণের অধিকার ও ন্যায্যতার রাজনীতি প্রতিষ্ঠার জন্যই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। পরিবর্তনের পক্ষে রায় দিন, ধানের শীষের পক্ষে ভোট দিন।’

তিনি আরও বলেন, ‘আমরা কাগুজে প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ করতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করবো। এই কার্যালয় হবে জনগণের সমস্যা শোনা ও সমাধানের কেন্দ্র।’

এ সময় আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, এই কার্যালয় নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা সাইফুল হকের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধন শেষে নেতাকর্মীরা গণসংযোগ ও প্রচার কার্যক্রমে অংশ নেন এবং এলাকাবাসীর কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
নেতাকর্মীদের মতে, ঢাকা–১২ আসনে একটি শক্তিশালী, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আসন্ন নির্বাচনে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে।

ভিওডি বাংলা/ এম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
মাহদী আমিন: বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
ইশরাক হোসেন: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে
নাহিদ ইসলাম: ১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে