• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ পি.এম.
ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে (ড্যাব)-এর উদ্যোগে মতবিনিময় সভায় বক্তব্য দেন ইশরাক-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশের স্বাস্থ্যখাতে গত ১৭ বছরে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন  ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করতে পারলেই সাধারণ মানুষ প্রকৃত সেবা পাবে।

সোমবার (২৬ জানুয়ারী) ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ইশরাক হোসেন বলেন, বিগত সময়ে মিঠু, জিকে শামীমসহ বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, যার সঙ্গে তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতা ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে যন্ত্রপাতি কেনা হলেও অনেক জায়গায় ভবনের ছাদ পর্যন্ত নির্মাণ হয়নি। কোথাও হাসপাতালের জায়গায় গরু-ছাগল পালন করা হচ্ছে।

তিনি বলেন, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালও এই লুটপাটের বাইরে ছিল না। মেডিকেল কলেজে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং অর্থ লেনদেনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। মেধাকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে দেশের চিকিৎসা খাত বড় ধরনের সংকটে পড়বে বলে তিনি মন্তব্য করেন।

আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে জানিয়ে ইশরাক হোসেন বলেন, চিকিৎসা সেবা, নিয়োগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালের সামনে অবস্থিত আজাদ সিনেমা হলের জায়গা অন্য কোনো কাজে ব্যবহার না করে হাসপাতালের বেড সংখ্যা বাড়ানোর কাজে ব্যবহার করা উচিত। বর্তমানে ৫০০ বেডের হাসপাতালটিকে ধাপে ধাপে ১,০০০ বেডে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই অঞ্চলে সুলভমূল্যে চিকিৎসা দেওয়ার মতো বড় হাসপাতাল নেই। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালই সাধারণ মানুষের একমাত্র ভরসা। তাই এর সেবার মান উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে সরকারি বিনিয়োগ নিশ্চিত করা হবে।

স্বাস্থ্য ও শিক্ষা খাত বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার পাবে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছেন। সুযোগ পেলে তাদের ও তাদের পরিবারের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাজনৈতিক প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়া। কিন্তু বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বাংলাদেশকে বিদেশি প্রভাবের অধীনে রেখে লুটপাট চালানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ রক্ষার স্বার্থেই জনগণকে ভোট কেন্দ্রে যেতে হবে। তিনি বিশেষভাবে নারী ভোটারদের উদ্দেশে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ড্যাবের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
মাহদী আমিন: বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
ইশরাক হোসেন: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে
নাহিদ ইসলাম: ১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে