• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাসীরুদ্দীন পাটওয়ারী:

ভারতীয় আধিপত্যবাদী মনোভাব মেনে নেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পি.এম.
ঢাকা-৮ আসনে নির্বাচনী গণসংযোগে বক্তব্য রাখছেন নাসীরুদ্দীন -ছবি-ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতের আধিপত্যবাদী মনোভাব বাংলাদেশ কখনোই মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছেন এবং ভারত সরাসরি এ দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা-৮ আসনে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচারকার্যে ভারত যেন কোনো ধরনের বাধা না দেয়-এটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক মিটিং-মিছিলে অংশগ্রহণে বাধ্য করা হচ্ছে, যা নির্বাচন কমিশনের (ইসি) আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। তার ভাষায়, “ইসি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তারা এক দলের প্রতি বধির ও অন্ধ হয়ে আছে।”

তিনি জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তকে বিদায় জানানোর আহ্বান জানান। একই সঙ্গে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “মির্জা আব্বাস রাজউকের ফ্ল্যাট বিতরণ করেছিলেন। নির্বাচিত হলে এই ধরনের দুর্নীতির বরপুত্র ও তাদের সাঙ্গপাঙ্গদের আইনের আওতায় আনা হবে।”

নিজ নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরে পাটওয়ারী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে নামেই মেডিকেল। বাস্তবে এখানে এক ধরনের ‘ভূতুড়ে’ অবস্থা বিরাজ করছে। তিনি নির্বাচিত হলে ঢাকা মেডিকেলকে আধুনিক ও জনবান্ধব চিকিৎসা কেন্দ্রে রূপান্তরের প্রতিশ্রুতি দেন।

আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করে। কেউ যদি আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চায়, আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তা প্রতিহত করব।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা-মামলা দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ২ নেতার সঙ্গে 'র' কর্মকর্তার বৈঠকের ছবি এআই-এর
দ্য ডিসেন্টের অনুসন্ধান: বিএনপির ২ নেতার সঙ্গে 'র' কর্মকর্তার বৈঠকের ছবি এআই-এর
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ