• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সঞ্চয়পত্র কেনার সীমা তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পি.এম.
সঞ্চয়পত্র ও বন্ড বাজার নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখছেন অর্থসচিব - ছবি-ভিওডি বাংলা

সরকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বিদ্যমান সীমা তুলে দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেন, সঞ্চয়পত্রে বিনিয়োগ আরও সহজ ও কার্যকর করতে সরকার নতুন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে, যার মধ্যে অন্যতম হলো কেনার সীমা প্রত্যাহার।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ তথ্য জানান। অর্থসচিব বলেন, সঞ্চয়পত্র দেশের একটি গুরুত্বপূর্ণ সঞ্চয় মাধ্যম। বর্তমান আর্থিক বাস্তবতায় সাধারণ মানুষের বিনিয়োগের সুযোগ বাড়াতে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে সরকার নীতিগত সংস্কারের কথা ভাবছে।

তিনি আরও জানান, সঞ্চয়পত্র কেনাবেচায় সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যাতে একদিকে জনগণের সঞ্চয় নিরাপদ থাকে, অন্যদিকে সরকারের আর্থিক চাপও সহনীয় পর্যায়ে থাকে।

সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, দেশের বন্ড বাজারকে কার্যকর ও সহজ করা গেলে এর পরিধি ৬ ট্রিলিয়ন টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ ক্ষেত্রে নীতিগত সহায়তা ও কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি।

গভর্নর উল্লেখ করেন, ভবিষ্যতে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল থাকতে পারবে না। তাদের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ কিংবা বন্ড বাজারে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন হবে। এতে আর্থিক খাতের ওপর চাপ কমবে এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন পথ তৈরি হবে।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সুদের হার নির্ধারণের বিষয়টি বন্ড বাজারের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। একক ও বাস্তবসম্মত সুদের হার কাঠামো গড়ে তুলতে পারলে দেশের বন্ড বাজার টেকসই ও শক্তিশালী হবে।

বিশেষজ্ঞদের মতে, সঞ্চয়পত্র ও বন্ড বাজারে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক বাজার আরও গভীর ও গতিশীল হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
ভেজাল কসমেটিকস ও হোমকেয়ার পণ্যে জনস্বাস্থ্য ঝুঁকিতে
তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন
বন্ধের সিদ্ধান্তে পুঁজিবাজারে ধাক্কা: তালিকাভুক্ত ৫ এনবিএফআইয়ের শেয়ারে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরপতন
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত
দেশের ৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত