ভুয়া ভিডিও ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বুবলী

বর্তমান সময়ে শোবিজ তারকাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া বুলিং ও ট্রোলিং। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ঘটনা দিন দিন বাড়ছে। এতদিন নীরব থাকলেও এবার এসব অপকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী জানান, সোশ্যাল মিডিয়ায় বুলিং ও ট্রোলিংয়ের মাত্রা এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, “সাংবাদিক ভাই-বোন থেকে শুরু করে আমার অনেক সহকর্মী আমাকে বারবার আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতদিন বিষয়গুলো এড়িয়ে চলেছি, কিন্তু চুপ থাকলেই মানুষ মনে করে সবকিছু করা যাবে। নীরবতা অনেক সময় অপরাধকে আরও উৎসাহ দেয়।”
সোশ্যাল মিডিয়ায় ভিউ ও ডলার আয়ের অসুস্থ প্রতিযোগিতাকে এসব অপপ্রচারের মূল কারণ হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী। বুবলীর ভাষ্য, “এখন ‘ভিউ’ মানেই ব্যবসা, মানেই ডলার ইনকাম। নেগেটিভ নিউজ, গুজব কিংবা মিথ্যা ভিডিও ছড়ালে ভিউ বেশি পাওয়া যায়। তাই অনেকেই পজিটিভ কিছু না বলে নেগেটিভিটিকেই হাতিয়ার বানাচ্ছে।”
বিশেষ করে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বুবলী। তিনি বলেন, “এআই ব্যবহার করে আজেবাজে ভুয়া ভিডিও বানানো হচ্ছে, যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এতে একজন শিল্পীর ব্যক্তিগত সম্মান ও ক্যারিয়ার দুটোই ক্ষতিগ্রস্ত হয়।”
সবচেয়ে দুঃখজনক দিক হিসেবে বুবলী তুলে ধরেন নারীদের দ্বারা নারীদের ট্রোল করার বিষয়টি। আক্ষেপের সুরে তিনি বলেন, “আমার কাছে সবচেয়ে কষ্টের লাগে, মেয়েরাই এখন মেয়েদের সবচেয়ে বেশি ট্রোল করে। একজন নারীর পাশে আরেকজন নারী না দাঁড়ালে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে কীভাবে?”
বিদেশে বসে দেশের শিল্পীদের হেয় প্রতিপন্ন করার প্রবণতাও বুবলীর দৃষ্টিগোচর হয়েছে। তিনি মনে করেন, দেশের শিল্পীদের ছোট করা মানে পরোক্ষভাবে দেশকেই ছোট করা। “শিল্পীরা দেশের সংস্কৃতির প্রতিনিধি। তাদের সম্মানহানি মানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা,”-বলেন তিনি।
সবশেষে বুবলী স্পষ্ট করে জানান, দেশের প্রচলিত সাইবার ক্রাইম আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনকে সম্মান জানিয়ে তিনি দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষায়, “আর নয়। এবার আইনের আশ্রয় নিতেই হবে।”
ভিওডি বাংলা/জা







