• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাণিজ্য উপদেষ্টা

নিত্যপণ্য আমদানি ৪০% বেড়েছে, বাজার আরও স্বস্তিদায়ক হবে

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পি.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সংগৃহীত ছবি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আসন্ন রমজানে কিছু নিত্যপণ্যের দাম কমতে পারে। গত বছরের তুলনায় এবার নিত্যপণ্যের আমদানি ৪০ শতাংশ বেশি হওয়ায় এ বছরের রমজান বাজার স্বস্তিদায়ক হবে।

রোববার (২৫ জানুয়ারি) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির ১০ম সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

উপদেষ্টা বলেন, ‘আমরা বর্তমান বাজারের স্থিতি এবং আমদানি ও উৎপাদনের পরিমাণ বিশ্লেষণ করেছি। সেই বিশ্লেষণের ভিত্তিতে আশা করা যায়, এ বছরের রমজানে বাজার আরও ভালো থাকবে। ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন, সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কিছু কিছু পণ্যের দাম কমতেও পারে।’

এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, পদ্মাসেতু, কর্ণফুলি টানেল, পায়রা বন্দরসহ কিছু প্রকল্পের কারণে সরকারের বড় ঋণ তৈরি হয়েছে। এর ফলে টাকার অবমূল্যায়ন ঘটেছে এবং আইএমএফের কাছ থেকে ঋণ নিতে হয়েছে, যা নিত্যপণ্যের বাজারে প্রভাব ফেলেছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০০৮ সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন, আন্তর্জাতিক দেনা ছিল ২ লাখ কোটি টাকা। বর্তমান সরকারের সময়ে তা ২৩ লাখ কোটি টাকার বেশি হয়েছে। এই ঋণ এবং ব্যয় বৃদ্ধির কারণে টাকার মূল্যমান ৪৬ ভাগ কমেছে।

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা