• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পি.এম.
স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়নি বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৫ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত আবেদন করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবারের মৌখিক অনুরোধের ভিত্তিতে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটেই স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মানবিক বিবেচনায় যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছে।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে—এমন তথ্য প্রকাশ পেলেও তা সঠিক নয় বলে দাবি করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমগুলো সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার সমুন্নত রাখবে—এটাই মন্ত্রণালয়ের প্রত্যাশা।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা