• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রসেনজিৎ

প্রকৃতি যেন জয়াকে আলাদা করেই গড়ে তুলেছে

বিনোদন ডেস্ক    ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পি.এম.
জয়া আহসান-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সংগৃহীত ছবি

জয়া আহসান মানেই পর্দায় সৌন্দর্য, অভিনয়ে সংযম আর বাস্তব জীবনে স্বাভাবিক সরলতা। তবে এবার এই জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে এক মজার অভিজ্ঞতার কথা শোনালেন ওপার বাংলার তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

এক আড্ডায় প্রসেনজিৎ বলেন, ‘জয়ার একটা অদ্ভুত দিক আছে। ও কোনো দিনই মোটা হবে না।’ কথাটি বলতে গিয়েই তাঁর মুখে ফুটে ওঠে বিস্ময় আর মুগ্ধতার হাসি।’

জয়া আহসান-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রসেনজিতের ভাষ্য, জয়া ভীষণ খাবারপ্রেমী। বিশেষ করে রসগোল্লা তার খুব পছন্দ। সুযোগ পেলেই সে খায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো—এত কিছু খেয়েও তার শরীরে এক ফোঁটা ফ্যাট জমে না।

তিনি বলেন, ‘প্রকৃতি যেন ওকে আলাদা করেই গড়ে তুলেছে।’
হাসতে হাসতে প্রসেনজিৎ আরও যোগ করেন, ‘আমি তো একদিন ওকে বলেই ফেললাম—তুই তো আসন করিস না, এক্সারসাইজও করিস না!’

জবাবে জয়া নাকি খুব সহজভাবেই বলেন, ‘আমার কিছু হয় না।’ এই সরল অথচ আত্মবিশ্বাসী উত্তর শুনে আরও অবাক হন প্রসেনজিৎ।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা 

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি