• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘আ. লীগ যা করেছে, তা বিএনপির কেউ করলে ব্যবস্থা নেব’

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

আওয়ামী লীগ যা করেছে ঠিক একই ধরনের কোনো কাজ বিএনপির কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন। 

প্রসঙ্গত, ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মানুষের বাড়িঘর, জমি দখল করেছে। এগুলো থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘আমি আপনাদের স্পষ্ট একটা কথা বলতে চাই, আমার দলের কোনো লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে যদি জড়িত থাকে, আমাকে বলবেন। আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমার এসব কখনোই এলাও করব না। কারণ আওয়ামী লীগ যে কাজ করেছে তা আমার দলের কোনো লোককে করতে দেব না।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই আমাকে ও আমার বাপ চাচাকে চিনেন। আমরা রাজনৈতিক করে সম্পদ করিনি। আমরা বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি। আপনাদের আমানতের খেয়ানত করব না।’ 

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলাম ১৯৯১ সালে নির্বাচন করেছিল এবং তারা নির্বাচনে কখনো ভালো করতে পারেনি। তারা ধর্মকে ব্যবহার করে।’ 

বিএনপিএ এই সিনিয়র নেতা বলেন, ‘তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবে না। মা-বোনরা ফ্যামিলি কার্ড পাবেন। যুবকদের কর্মসংস্থানের জন্য অতীতে আমরা কাজ করেছি, আগামীতেও করব।’ 

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা এদেশে উদারপন্থী গণতন্ত্র চাই। নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। স্লোগান দিলে ভোট আসবে না।’ 

সৎকাজ করে মানুষের মন জয় করতে হবে বলে উল্লেখ করে তিনি ধানের শীষে ভোট চান ও সবার দোয়া কামনা করেন।  এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত থেকে তাদের বক্তব্য প্রদান করেন। 

ভিওডি বাংলা/ এমএইচ/এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে: আবদুস সালাম
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে