• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১০ দলীয় জোটের প্রার্থীর কাছে

হিমশিম খাচ্ছে তারেক রহমান ও মির্জা ফখরুল: ডাঃ সুলতান

বরগুনা প্রতিনিধি    ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:০০ পি.এম.
বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ সুলতান আহমদ। ছবি: ভিওডি বাংলা

বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ এর শুরা সদস্য ডাঃ সুলতান আহমদ বলেছেন, ১০ দলীয় জোটের প্রার্থীর কাছে হিমশিম খাচ্ছে তারেক রহমান ও মির্জা ফখরুল, তাই বিএনপির মাথা খারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, এখন বিএনপি কথা পায় না। এখন জাতিকে একতাবদ্ধ করণ- ইত্যাদি কথা এখন তাদের মনে আসে না। এখন তাদের মাথা ঘোলাটে হয়ে গেছে।

জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানকে উদ্দেশ্য করে ডাঃ সুলতান আহমদ বলেন, তাদের সেক্রেটারি জেনারেল ঠাকুরগাঁও-১ আসনে সেখানে আমাদের তরুণ প্রার্থীর সামনে হিমসিম খাচ্ছে। তারেক রহমান সাহেব ঢাকা-১৭ আসনের প্রার্থী। সেখানে আমাদের এক তরুণ ডাক্তার, আমার চেয়ে ১৫ বছরের জুনিয়র, তার সামনে হওয়াটা খুবই কঠিন। হয়তোবা জাতীয় নেতা হিসেবে পাবলিক শেষ পর্যন্ত, কিন্তু স্বাভাবিক বিশ্লেষণে, স্বাভাবিক পর্যবেক্ষণে, স্বাভাবিক জরিপে তারেক রহমান এখনও পিছনে রয়েছেন। এমতাবস্থায় তাদের মাথা খারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক।

জনসভায় উপস্থিত স্থানীয় অধিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা লক্ষ্য করে থাকবেন, পৃথিবীর অনেক বড় বড় দল, সংস্থা, সরকার জামায়াতে ইসলামীর সাথে দেখা করে। জামায়াতে ইসলামীর আমিরের সাথে দেখা করে। আমাদের কোনমতে ভাঙা কেন্দ্রীয় অফিস, সেখানে তাদের বড় বড় গাড়ি নিয়ে আসে। তাদের একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশে যে দুর্নীতিমুক্ত সমাজ কায়েমের কথা আমরা বলি, দুনিয়া বলে, দেশবাসী বলে, সেটা জামায়াতে ইসলামীর নেতৃত্বেই সম্ভব।

ভিওডি বাংলা/ জাহিদুল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামেক হাসপাতালের মৃতদেহ নিয়ে মাইক্রোবাস চালকদের বাণিজ্য
রামেক হাসপাতালের মৃতদেহ নিয়ে মাইক্রোবাস চালকদের বাণিজ্য
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান