• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেঞ্চুগঞ্জ সারকারখানার শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার মালিকের

সিলেট প্রতিনিধি    ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:২১ পি.এম.
ফেঞ্চুগঞ্জ সারকারখানার শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন এম এ মালিক-ছবি-ভিওডি বাংলা

সিলেটের ফেঞ্চুগঞ্জ সারকারখানার শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেছেন সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। সিলেট-৩ এলাকায় কোনো শ্রমিক, মেহনতি মানুষ কিংবা পেশাজীবীর বিরুদ্ধে অন্যায় হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ক্ষমতাবান যত বড়ই হোক, কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে ফেঞ্চুগঞ্জ সারকারখানায় অনুষ্ঠিত শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে ফেঞ্চুগঞ্জ সারকারখানা সেন্টার কমিটি। 

এম এ মালিক বলেন, “আমি নিজেও একসময় শ্রমিক ছিলাম। আমার বাবা শ্রমিক ছিলেন। শ্রমিকের জীবন কতটা কষ্টের, সংগ্রামের-তা আমি খুব কাছ থেকে দেখেছি। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমি ব্যক্তিগতভাবেও এবং বিএনপির পক্ষ থেকেও সবসময় আপনাদের পাশে থাকব।”

তিনি বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে যে অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন, তা আর চলতে দেওয়া হবে না। ফেঞ্চুগঞ্জ সারকারখানার শ্রমিকদের যেসব অভিযোগ ও দাবিদাওয়া এসেছে, সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নোট করা হয়েছে। প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

বিএনপির এই নেতা বলেন, “ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করলে শ্রমিকবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে। সাম্য, মানবিকতা ও সামাজিক ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। যারা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ সম্মান দেওয়া হবে।”

সিলেট-৩ এলাকার সার্বিক চিত্র তুলে ধরে এম এ মালিক বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। রাস্তাঘাটের বেহাল দশা, নদীভাঙন, কর্মসংস্থানের অভাব এবং বিভিন্ন পেশাজীবীর দুর্দশা তিনি নিজ চোখে দেখেছেন। আগামী পাঁচ বছরে এসব সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানে জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা রাখার অঙ্গীকার করেন তিনি।

বিএনপি রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায়। শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে পরিবারপ্রতি মাসিক আর্থিক সহায়তা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষা খাতে মৌলিক সংস্কার এবং নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচি সময়মতো জনগণের সামনে ঘোষণা করা হবে।

এম এ মালিক আরও বলেন, “বর্তমান সময়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হলে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে আমি কথা দিলে কথা রাখবো, ইনশাআল্লাহ। শ্রমিকদের অধিকার আদায়ে কোনো আপস করা হবে না।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সারকারখানা সেন্টার কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু। সভায় আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন খান বিপুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান সফি, সহসভাপতি সাদিকুর রহমান টিপু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, বিএনপি নেতা আজিম মিয়া, রেদওয়ান করিম, মখলেছুর করিম, মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল, ফখরুল ইসলাম পাপলু, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, সহসাধারণ সম্পাদক হোসেন আহমদ পাটোয়ারী, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক রাশেদুল হাসান, লিভারপুল বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ফেঞ্চুগঞ্জ সারকারখানার বিপুলসংখ্যক শ্রমিক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের