• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান:

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আত্মার ও আবেগের সম্পর্ক

নিজস্ব প্রতিবেদক    ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৩২ পি.এম.
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামে সমাবেশে শহরটির সঙ্গে তার পরিবারের আবেগের সম্পর্কের কথা তুলে ধরেছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি বলেন, “চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। আবার শহীদও হয়েছেন। চট্টগ্রামে খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই শহরের সঙ্গে আমার পরিবার ও আমার আবেগের গভীর সম্পর্ক রয়েছে।”

তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০১৪ সালের আন্দোলন চট্টগ্রামকে রক্ষা করেছে। দেশের মানুষ পরিবর্তন চায়, যাতে শিক্ষা ও চিকিৎসা সুবিধা বৃদ্ধি পায়।

তারেক রহমান বলেন, “আমরা প্রতিদ্বন্দ্বি দলের সমালোচনা করতে পারি, কিন্তু তাতে কারও পেট ভরবে না। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, মানুষের কল্যাণে কাজ করেছে।”

সমাবেশে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষক কার্ড কার্যক্রমের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা কৃষকের কাছে সরাসরি কৃষক কার্ড পৌঁছে দিতে চাই, যাতে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পারে।”

চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা উল্লেখ করে তিনি বলেন, “বিভিন্ন খাল-নালা বন্ধ হওয়ার কারণে শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তাই আমরা খাল কেটে পানি নির্গমনের ব্যবস্থা করতে চাই। আপনি কি আমাদের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে যোগ দিতে চান?”

তারেক রহমান বলেন, চট্টগ্রামে একাধিক ইপিজেড তৈরি করা হয়েছিল, যা লাখ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, ১২ ফেব্রুয়ারি ভোট দিলে আরও ইপিজেড স্থাপন করা হবে এবং চট্টগ্রাম হবে দেশের বাণিজ্যিক রাজধানী।

সমাবেশে বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন এবং ভোটের মাধ্যমে আবার বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণকে আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে