• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শ, হেনস্তার শিকার মৌনী

বিনোদন ডেস্ক    ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পি.এম.
ভারতীয় অভিনেত্রী মৌনী রায়। সংগৃহীত ছবি

শারীরিক হেনস্তার অভিযোগ এনেছেন ভারতীয় অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি হরিয়ানার কর্নলে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। সেখানে একাধিক ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মৌনী রায় জানান, অনুষ্ঠানের মঞ্চের দিকে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি ছবি তোলার অজুহাতে তাঁর কোমর স্পর্শ করেন। তিনি লেখেন, ‘গতকাল কর্নলে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানকার অতিথিদের আচরণে আমি অত্যন্ত হতাশ। বিশেষ করে আমার দাদার বয়সী দুই চাচার আচরণ আমাকে ভীষণভাবে অবাক করেছে।’

ভারতীয় অভিনেত্রী মৌনী রায়।

মৌনীর অভিযোগ, অনুষ্ঠান শুরু হওয়ার আগে মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় ওই দুই ব্যক্তি এবং তাঁদের পরিবারের পুরুষ সদস্যরা ছবি তোলার নামে তাঁর কোমরে হাত রাখেন। তিনি বাধ্য হয়ে তাদের হাত সরাতে অনুরোধ করেন। তবে বিষয়টি তারা ভালোভাবে নেননি বলেও জানান অভিনেত্রী।

এখানেই শেষ নয়। মৌনীর দাবি, মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য, অঙ্গভঙ্গি এবং গালাগাল করতে থাকেন। প্রথমে তিনি ভদ্রভাবে তাদের এমন আচরণ বন্ধ করার অনুরোধ জানান। কিন্তু এরপর তারা তাঁর দিকে গোলাপ ছুড়ে মারতে শুরু করেন।

ভারতীয় অভিনেত্রী মৌনী রায়।

একপর্যায়ে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন মৌনী রায়। তবে শেষ পর্যন্ত নিজের দায়িত্ব পালন করে অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। এরপরও ওই ব্যক্তিরা তাদের আচরণ বন্ধ করেননি বলে অভিযোগ করেন অভিনেত্রী।

এই ঘটনার পর চলচ্চিত্র ও বিনোদন জগতে নবাগতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মৌনী। তিনি বলেন, ‘আমার মতো একজন অভিনেত্রীকে যদি এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, তাহলে ইন্ডাস্ট্রিতে নতুন মেয়েরা কী পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তা কল্পনাও করতে পারছি না। আমি অপমানিত। এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এটি অত্যন্ত লজ্জাজনক।’

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি