• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সানজিদা ইসলাম তুলি

ভোটযুদ্ধে সাধারণ মানুষই আমার ভরসা

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ পি.এম.
ঢাকা–১৪ আসনে সানজিদা ইসলাম তুলির গণসংযোগ ও লিফলেট বিতরণ। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, মানবিক সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, ‘ভোটযুদ্ধে আমার সবচেয়ে বড় শক্তি সাধারণ মানুষ। তাদের ভালোবাসা, দোয়া ও আস্থাই আমাকে সাহস জোগায়।’

শনিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে তিনি ঢাকা–১৪ আসনের ৭ নং ওয়ার্ডের মিরপুর ও রূপনগর এলাকার বিভিন্ন স্কুল-কলেজ, দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে তুলি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। ইনশাল্লাহ, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে সংসদে গিয়ে জনগণের কথা বলবো।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের ভালোবাসা ও আমার ওপর আস্থা আমাকে আশাবাদী করেছে। এই আসনের প্রতিটি মানুষের সুখ-দুঃখের পাশে থাকতে চাই।’
এদিন তিনি গভীর আবেগের সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আরাফাত রহমান কোকোকে। 

তিনি বলেন, ‘আজকের দিনটি আমাদের সবার জন্য বেদনার। ১১ বছর আগে আমরা প্রিয় আরাফাত রহমান কোকোকে হারিয়েছি। আমি সবার কাছে জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করছি।’

নির্বাচন প্রসঙ্গে ভোটারদের সতর্ক করে তুলি বলেন, ‘আপনারা ফজরের নামাজ আদায় করে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটি আগে দেবেন। তারপর কেন্দ্র পাহারা দেবেন। কোনো কালো টাকা বা পেশিশক্তির দাপট যেন ভোটকেন্দ্রে প্রভাব ফেলতে না পারে। ১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে।’

গণসংযোগে ঢাকা–১৪ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ‘মায়ের ডাক’ সংগঠনের ভিকটিম পরিবারের সদস্যরাও অংশ নেন এবং প্রার্থীর প্রতি সংহতি প্রকাশ করেন।

স্থানীয় ভোটাররা জানান, সানজিদা ইসলাম তুলির মানবিক কর্মকাণ্ড ও দীর্ঘদিনের সামাজিক আন্দোলন তাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে গেছে।
নির্বাচনকে সামনে রেখে তার এই ঘরে ঘরে প্রচারণা ঢাকা–১৪ আসনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

ভিওডি বাংলা/ এম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
মির্জা আব্বাস: ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়