• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রাম-২ আসন

বিএনপি প্রার্থীর পক্ষে সেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণা

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি    ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পি.এম.
কুড়িগ্রাম -২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে সেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণা। ছবি: ভিওডি বাংলা

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকে সামনে রেখে কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী- কুড়িগ্রাম সদর ও রাজারহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ-এর পক্ষে প্রচারণা জোরদার করেছেন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন কুড়িগ্রাম জেলা ও ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

প্রচারণায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন মিয়া, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময়  কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলী জানান, কুড়িগ্রামের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ভাইকে জয়ের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দল ও ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দল নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের জনগণ বিএনপির প্রার্থীর পক্ষেই রায় দেবেন।

ভিওডি বাংলা/ জাহাঙ্গীর আলম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
ইসি সানাউল্লাহ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত