• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবুর রশিদ

ধানের শীষ মানে কৃষকের হাসি ও যুবকের ভবিষ্যৎ

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ পি.এম.
খিলগাঁও জোড়পুকুর মাঠে হাবিবুর রশিদ হাবিবের প্রথম নির্বাচনী সমাবেশ। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ‘এই নির্বাচন কোনো ব্যক্তি বনাম ব্যক্তি নয়। এই নির্বাচন ধানের শীষ বনাম দুঃশাসন, আলো বনাম অন্ধকার।’

তিনি বলেন, ‘ধানের শীষ প্রতীক শুধু প্রতীক নয়। ধানের শীষ মানে কৃষকের হাসি, মজুরের ঘাম, মায়ের নিরাপত্তা ও যুবকের ভবিষ্যৎ।’

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানী খিলগাঁও জোড়পুকুর মাঠে ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের প্রথম নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

খিলগাঁও জোড়পুকুর মাঠে হাবিবুর রশিদ হাবিবের প্রথম নির্বাচনী সমাবেশ।

হাবিব বলেন, এই প্রতীক বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। আমি হাত জোড় করে নয়, মাথা উঁচু করে আহ্বান জানাচ্ছি। ভোটের দিন আপনারা ভোটের শক্তি নিয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এমন জয় দিন, যাতে কেউ আর ভোট চুরি করার সাহস না পায়।
এমন জয় চাই, যাতে সংসদে ঢাকা-৯ গর্জে উঠতে পারে।

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাই ও বোনেরা, এখন সময় সিদ্ধান্তের। ভোট যদি চুরি হয়, ভবিষ্যৎ চুরি হবে। আমরা ভিক্ষা চাই না, দয়া চাই না আমরা আমাদের ভোটের অধিকার চাই।’

খিলগাঁও জোড়পুকুর মাঠে হাবিবুর রশিদ হাবিবের প্রথম নির্বাচনী সমাবেশ।

হাবিব আরও বলেন, এই লড়াই রাস্তার নয়, এই লড়াই ব্যালট বাক্সের। আপনার একটি ভোট শক্তিশালী করে ধানের শীষকে, দুর্বল করে অন্যায়কে।
ভোটের দিন ভোরে উঠুন। পরিবারের সবাই বের হন, প্রতিবেশীকে সঙ্গে নিন। ধানের শীষে ভোট দিন। আসুন সবাই মিলে দেশ গড়ি। 

তিনি বলেন, শহীদের রক্তের ঋণ শুধু ফুল দিয়ে শোধ হয় না, শোধ হয় ন্যায় ফিরিয়ে দিয়ে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে।

হাবিব বলেন, আর কতদিন আমরা ঢাকা-৯ শিক্ষার অভাবে বঞ্চিত থাকবো, সুচিকিৎসা থেকে বঞ্চিত থাকবো, আর কতদিন আমাদের যুব সমাজ মাদকের বিষে ধ্বংস হবে।

খিলগাঁও জোড়পুকুর মাঠে হাবিবুর রশিদ হাবিবের প্রথম নির্বাচনী সমাবেশ।

তিনি বলেন, বর্ষা এলেই ঢাকা-৯ ডুবে থাকবে কি না এই প্রশ্ন এখন জনতার।
জলবদ্ধতা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি রাজনৈতিক ব্যর্থতা। ক্ষমতায় গেলে সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান ও খাল উদ্ধার করে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, এই ছেলেগুলো জন্মসূত্রে অপরাধী নয়, এরা অবহেলার শিকার। খেলার মাঠ, প্রশিক্ষণ ও কাজের সুযোগ দিয়ে ঢাকা-৯ কে কিশোর গ্যাং মুক্ত করা হবে ইনশাল্লাহ।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন
আসিফ মাহমুদ সজীব: সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন