• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জ

প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পি.এম.
প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রশিক্ষণ পরিদর্শন করেন।

এ সময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউল হক, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ও সহকারী কমিশনার ভুমি মুনতাসীর মাহফুজ উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং সহ সকল অফিসারদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, নিরপেক্ষতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে