• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মজিবুর রহমান মঞ্জু

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয়

ফেনী প্রতিনিধি    ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ পি.এম.
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন মঞ্জু-ছবি-ভিওডি বাংলা

ফেনী-২ আসনে নিজের নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন দশ দলীয় জোট মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। এ সময় তিনি বলেন, নির্বাচনী মাঠে একটি পক্ষ পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। 

শনিবার (২৪ জানুয়ারি) ফেনী শহরে নিজ নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “ফেনীতে ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় ভয়-ভীতি দেখানোর চেষ্টা চলছে। গতকাল ছাগলনাইয়া উপজেলার শুভপুরের দারগারহাট এলাকায় দাঁড়িপাল্লার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুধু এই ঘটনাই নয়, বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি-নানাভাবে ভোটারদের ভয় দেখানো হচ্ছে।”

তিনি অভিযোগ করে বলেন, ফেনীর নির্বাচনী পরিবেশ নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। “যারা আজ ফেনীর নির্বাচন নিয়ে হুঙ্কার দিচ্ছেন, তারা ভুলে গেছেন-এই প্রজন্ম ভয় পায় না। শেখ হাসিনার চাইতে বড় ভয়ভীতি দেখানোর ক্ষমতা আর কারও নেই, অথচ সেই ভয়কেও তোয়াক্কা করেনি আমাদের তরুণ সমাজ,” বলেন মঞ্জু।

তিনি অতীতের একটি আলোচিত ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন একজন পুলিশের কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন-‘স্যার, একটা গুলি করলে একটা মরে কিন্তু আরেকজন দাঁড়িয়ে যায়।’ এ প্রজন্ম সেই প্রজন্ম, যারা ভয় পেলে পিছু হটবে না। বরং একজন পড়ে গেলে আরও দশজন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ।”

নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মজিবুর রহমান মঞ্জু বলেন, “গতকালের হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কোনো দৃশ্যমান পদক্ষেপও নেই। অথচ প্রতীক বরাদ্দের দিন পুলিশ সুপার বলেছিলেন-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। তাহলে আজ সেই জিরো টলারেন্স কোথায়?”

তিনি আরও বলেন, “ফেনী শহরের বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘন করে বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সেসব অপসারণে কোনো উদ্যোগ আমরা দেখছি না। ফলে নির্বাচনকে নিরপেক্ষ ও সমতাভিত্তিক করার বিষয়ে প্রশাসনের বক্তব্য নিয়ে আমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।”

এ সময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সে জন্য প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। তিনি আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন। পরে জেলা আমীর মুফতি আব্দুল হান্নানের পরিচালনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “বৃহত্তর স্বার্থে আমরা দশ দলীয় জোট গঠন করেছি। জোটের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী-২ আসনে আমার প্রার্থীতা প্রত্যাহার করে মজিবুর রহমান মঞ্জুকে প্রার্থী করা হয়েছে। তিনি এখন দশ দলীয় জোটের একক প্রার্থী।”

তিনি আরও বলেন, “আমরা ফেনীবাসীর প্রতি আহ্বান জানাই-দল-মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ঈগল প্রতীকের পক্ষে কাজ করুন। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখুন।”

এর আগে মজিবুর রহমান মঞ্জু সকাল থেকে দুপুর পর্যন্ত ছাগলনাইয়া উপজেলার পাঁচগছিয়া, বালিগাঁও ও ধলিয়া এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমর্থন প্রত্যাশা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবি পার্টির ফেনী জেলা সদস্য সচিব ফজলুল হক। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা শাখার সাবেক আমির একেএম শামছুদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আনম আব্দুর রহিম, জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালিউল্লা মালিক, খেলাফত মজলিসের সভাপতি মোজাফফর হোসেন জাফরী ও সহ-সাধারণ সম্পাদক, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল ও বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক প্রিন্স আল আমিনসহ দশ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে সহিংসতা ও ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং ফেনী-২ আসনে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ
চৌদ্দগ্রামে জামায়াতের আমিরের নির্বাচনি জনসভা আজ
তারেক রহমান আজ টাঙ্গাইল-সিরাজগঞ্জে যাচ্ছেন
তারেক রহমান আজ টাঙ্গাইল-সিরাজগঞ্জে যাচ্ছেন