• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাসারে ৪ বছরের শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পি.এম.
মাদারীপুরের ডাসার থানা। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসারে-(৪) বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো.হোসেন খাঁন-(৪৫) নামে একজন যুবককে আসামী করে নির্যাতিত ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

নানা বাড়ি বেড়াতে এসে ওই শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। অপরদিকে নির্যাতিত ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার ও থানা পুলিশ।
  
মামলা ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, পাশবিক নির্যাতরের শিকার ওই শিশু উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে তার মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়ানে আসেন।পরে ওই শিশুকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দিয়ে গত ২০ জানুয়ারি মঙ্গল বার সকালে ওই শিশুর নানা বাড়ি এলাকার হোসেন খাঁন নামে এক যুবক একটি ঘরে নিয়ে শিশুর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। পরে নির্যাতিত ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মো. হোসেন খাঁনকে আসামী করে নির্যাতিত ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
 
মামলার বাদী কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন,আমার শিশু কন্যাকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দিয়ে হোসেন খাঁন একটি ঘরে নিয়ে জোর পূর্বক তাকে ধর্ষণ করেন।তাই আমি তার নামে থানায় মামলা দায়ের করেছি।আমি ধর্ষকের বিচার চাই।
  
মামলার আসামী হোসেন খাঁনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। 
এ ব্যপারে ডাসার থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।পরে ওই শিশুকে মেডিকেল পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আসামীকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

ভিওডি বাংলা / তুহিন মৃধা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা