দীর্ঘ বিরতির পর বড় পর্দায় অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘ সময়ের বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন। বর্তমানে তিনটি প্রজেক্টে ব্যস্ত তিনি। এর মধ্যে নতুন খবর হলো, তিনি ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন। ফিল্মটি পরিচালনা করছেন পরিচালক কামরুজ্জামান রোমান, যিনি ইতোমধ্যেই প্রি-প্রোডাকশন শেষ করেছেন এবং খুব শিগগিরই শুটিং শুরু করবেন।
পরিচালক রোমান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, “অপুর বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্পে কাজ করতে নেমেছি। গল্পের চরিত্র এবং গল্পের ভাব দুটোই দর্শকের কাছে নতুন অভিজ্ঞতা দেবে।”
ফিল্মের মূল শুটিং হবে নেপালে, যেখানে পুরো টিম মার্চ মাসে পৌঁছে কাজ শুরু করবে। নেপালে সিনেমার বেশিরভাগ দৃশ্য ধারণ করা হবে বলে জানা গেছে।
অপরদিকে অপু বিশ্বাস জানান, “কামরুজ্জামান রোমান খুবই মেধাবী নির্মাতা। গল্প এবং পরিচালনা-দুই ক্ষেত্রেই তিনি খুব যত্নশীল। গল্প যেমন আলাদা, পরিচালনাতেও তার দক্ষতা চোখে পড়ার মতো। আশা করি দর্শকরা সিনেমাটি ভালোবাসবেন।”
‘শিকার’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন পলাশ, এবং আরও বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও অনেককে। ফিল্মটি রেজা ফিল্মস ব্যানারে নির্মিত হচ্ছে।
এছাড়া, অপু বিশ্বাস এখন আরও দু'টি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। তিনি অভিনয় করছেন বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’-এ। এই দুটি সিনেমার শুটিং বর্তমানে চলছে।
ফিল্ম এবং ওটিটি জগতে তার এই অভিষেক দর্শকদের জন্য নতুন উদ্দীপনা আনতে যাচ্ছে।
ভিওডি বাংলা/জা







