তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ ‘হাইপার প্রোপাগান্ডা’: রিজভী

চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘হাইপার প্রোপাগান্ডার অংশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ একটি সুপরিকল্পিত হাইপার প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে।” তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান আগেই উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন এবং পরবর্তীতে কমিশনের নির্ধারিত নিয়ম ও আইন মেনেই নির্বাচনি প্রচারণা পরিচালনা করেছেন। এখানে আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না।
প্রয়াত আরাফাত রহমান কোকোর প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ওয়ান-ইলেভেন পরবর্তী সময় এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই অকালে প্রাণ হারান কোকো। তিনি বলেন, “এই অবিচারের দায় ইতিহাস কখনো ভুলবে না।”
বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, স্পষ্ট বক্তব্য এবং জনগণের প্রতি দায়বদ্ধ রাজনীতিতে রাজনৈতিক প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে পড়েছে। ফলে তারা নানা ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচার ছড়িয়ে বিএনপির অগ্রযাত্রা থামানোর চেষ্টা করছে।
তবে এই ধরনের প্রোপাগান্ডা চালিয়ে বিএনপির গণসমর্থনের জোয়ার থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ সব ষড়যন্ত্র বুঝে এবং সময়মতো এর জবাব দেবে।
ভিওডি বাংলা/জা







