• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুল

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ দেওয়া যাবে না

পীরগঞ্জ (ঠাকুরগাাঁও) প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ পি.এম.
নির্বাচনী প্রচারণাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা রয়েছে, ১১ বার জেলে গেছি। চুরি-ডাকাতির জন্য নয়, ভোটাধিকার ও দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে জেলে গেছি। এতে আমার কোনো দুঃখ বা কষ্ট নেই।’ তিনি বলেন, ‘যিনি আমাদের ওপর নির্যাতন করতেন, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও শোলটহরি বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচনে তিনি একটি বড় সুযোগ দেখছেন—যাতে জনগণের ভোটে একটি সঠিক ও জবাবদিহিমূলক সরকার গঠন করা যায়। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জাতির জন্য গর্বের অধ্যায়। যারা তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছিল, তাদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের ক্ষমতায় আনলে এই দেশ টিকবে না।’ স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান—সবাই মিলে এই দেশ গড়তে হবে। তিনি অভিযোগ করে বলেন, অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে, যা মানুষ ভুলে যায়নি।

তিনি আরও বলেন, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো বিকল্প এখন নেই। অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি ভোটারদের স্মরণ করিয়ে দেন, নির্বাচনের প্রতীক ধানের শীষ।

গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে সবার ভোটদানের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ভোটাধিকারের জন্য বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছে এবং দেশ রক্ষায় সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণার সময় তিনি লিফলেট বিতরণ করেন, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের