• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একাকিত্বে ভুগছেন? পরিবারকে জানাবে চীনের নতুন অ্যাপ ‘সাইলিমি’

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

কর্মসূত্রে আজকাল অনেক মানুষই বাড়ি থেকে দূরে একা জীবন কাটাচ্ছেন। কেউ ভিনরাজ্যে কাজ করছেন, কেউ আবার পড়াশোনার জন্য অন্য শহরে বা বিদেশে। এমন পরিস্থিতিতে একা থাকা মানে নিজেকে নানা চ্যালেঞ্জের মধ্যে খুঁজে পাওয়া। প্রবীণ বাবা-মা বা যুবকরা, যারা একা থাকেন, তাদের জন্য একাকিত্ব কখনো কখনো মানসিক ও শারীরিক সমস্যা বাড়িয়ে দেয়। কেউ অসুস্থ হলে বা বিপদে পড়লেও পরিবারের সদস্যরা তা সময়মতো জানতে পারেন না, যা ভয়ংকর পরিণতির কারণ হতে পারে।

এই বাস্তবতাকে সামনে রেখে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল একটি অভিনব সমাধান নিয়ে এসেছে। কোম্পানিটি সম্প্রতি চালু করেছে একটি নতুন অ্যাপ, যার নাম ‘সাইলিমি (Sileme)’, যা চীনা ভাষায় অর্থ করে ‘আর ইউ ডেড?’। যদিও নামটি চমকপ্রদ, কিন্তু অ্যাপটির উদ্দেশ্য অত্যন্ত বাস্তবভিত্তিক। মূল লক্ষ্য হল একা থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের খোঁজখবর রাখা।

অ্যাপটি ব্যবহারে প্রথমেই ব্যবহারকারী একটি বড় সবুজ বৃত্ত দেখতে পান। নির্দিষ্ট সময় অন্তর ব্যবহারকারীকে সেই বৃত্তে ট্যাপ করতে হয়, যা বোঝায় তিনি নিরাপদ আছেন এবং সবকিছু স্বাভাবিক রয়েছে। যদি কোনো ব্যবহারকারী টানা দুই দিন চেক-ইন না করেন, তবে স্বয়ংক্রিয়ভাবে একটি সতর্কবার্তা পাঠানো হয় তার ঘনিষ্ঠদের কাছে। বার্তায় জানানো হয়, ওই ব্যক্তি হয়তো কোনো সমস্যায় পড়েছেন বা সাহায্যের প্রয়োজন রয়েছে। ফলে পরিবারের সদস্যরা সময়মতো খোঁজ নিতে পারেন এবং সাহায্য পৌঁছে দিতে পারেন।

বর্তমানে এই অ্যাপটি চীনের মধ্যে সীমিতভাবে ব্যবহার করা যাচ্ছে। তবে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সূত্রের তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই প্রায় ১২,৫০০ মানুষ এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন। চীনের মানুষরা মূলত কাজের জন্য একা থাকেন এবং দীর্ঘ সময় একাকিত্বে ভুগেন। অনেক সময় একা থাকা মানসিক চাপ বাড়ায় এবং এমনকি কিছু ক্ষেত্রে আত্মহত্যার ঝুঁকিও তৈরি হয়। এই অ্যাপটির মাধ্যমে পরিবার বা ঘনিষ্ঠজনরা একা থাকা মানুষটির নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। 

অ্যাপটির নির্মাতা তিনজনের একটি ছোট দল, যাদের সবাই জন্মেছেন ১৯৯৫ সালে। তারা জানিয়েছেন, ভবিষ্যতে এই অ্যাপ আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে প্রবীণদের জন্য নতুন ফিচার যুক্ত করা হবে, যাতে বৃদ্ধরা নিরাপদে এবং সহজভাবে এটি ব্যবহার করতে পারেন।

তবে অ্যাপটির নাম নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী মনে করছেন, ‘আর ইউ ডেড?’ শব্দবন্ধটি নেতিবাচক ও মানসিকভাবে অস্বস্তিকর। তারা প্রস্তাব দিয়েছেন নাম পরিবর্তন করে ‘আর ইউ অ্যালাইভ?’ বা ‘আর ইউ ওকে?’ রাখা হোক, যা আরও মানবিক এবং ইতিবাচক বার্তা বহন করবে।

অ্যাপটি বিনামূল্যে নয়; ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের নির্দিষ্ট অর্থ ব্যয় করতে হয়। এই ছোট কিন্তু কার্যকর প্রযুক্তি উদ্যোগটি একা থাকা মানুষদের জীবন নিরাপদ ও সহজ করার লক্ষ্য নিয়েই তৈরি। পরিবার বা ঘনিষ্ঠজনদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে, যা সময়মতো সতর্কবার্তা দিয়ে বিপদ এড়াতে সাহায্য করবে।

সংক্ষেপে, একাকিত্ব ও নিরাপত্তার সমস্যা সমাধানে চীনের এই নতুন ‘সাইলিমি’ অ্যাপ একটি যুগান্তকারী উদ্ভাবন। এটি শুধু প্রযুক্তির নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা একা থাকেন, তাদের জন্য এটি পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযোগ বজায় রাখতে সাহায্য করবে এবং সময়মতো সহায়তা নিশ্চিত করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে
রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে কি সত্যিই শরীর ভালো থাকে?
রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলে কি সত্যিই শরীর ভালো থাকে?