• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সালাহউদ্দিন আহমদ

বিএনপিই একমাত্র দেশের পক্ষের শক্তি

কক্সবাজার প্রতিনিধি    ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পি.এম.
লবণ শ্রমিকদের সঙ্গে সেলফি তুলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকায়। ছবি: সংগৃহীত

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি এবং যারা ভারতের পক্ষে ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে বর্তমানে আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতিতে লিপ্ত রয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর-মানিকপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটলে সবার পরিণতি একই হবে বলে তিনি সতর্ক করেন।

তিনি উল্লেখ করেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে এবং শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। 

আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীন ও মুক্ত পরিবেশে ভোট দেয়ারও আহ্বান জানান বিএনপির এই নীতি নির্ধারক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন
আসিফ মাহমুদ সজীব: সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন