• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিল্পকলায় যাত্রাপালার সমাপনী অনুষ্ঠান আজ

বিনোদন ডেস্ক    ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী যাত্রাপালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সন্ধ্যায় মঞ্চস্থ হবে ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’।

 শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে যাত্রাশিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিতিতে জমকালো আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

সমাপনী দিনের কার্যক্রমের অংশ হিসেবে দুপুর ২টা ৩০ মিনিটে যাত্রা শিল্পীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য নগর পরিভ্রমণের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন যাত্রাদলের শিল্পীরা তাদের অভিনীত চরিত্রের পোশাক পরিধান করে সংলাপ উচ্চারণ করবেন এবং বিশাল যন্ত্রীদল বাদ্য ও গীত পরিবেশনের মাধ্যমে নগর পরিভ্রমণকে প্রাণবন্ত করে তুলবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও শাহবাগ প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলায় এসে এই শোভাযাত্রার সমাপ্তি ঘটবে।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিটের পরিবেশনায় প্রদর্শিত হবে ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। যাত্রাপালাটির পালাকার এম এ মজিদ এবং নির্দেশনায় রয়েছেন তানভীর নাহিদ খান।

মুক্তিযুদ্ধের মহানায়ক ও সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জীবন ও অবদানকে কেন্দ্র করে নির্মিত এই যাত্রাপালা দর্শকদের মাঝে দেশপ্রেম ও ইতিহাসচেতনা জাগ্রত করবে বলে আয়োজকদের আশা।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি