• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরা

ম্যাগাজিনসহ ইয়ার ডাকাতের দুই সহযোগী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ পি.এম.
ইয়ার ডাকাতের দুই সহযোগী গ্রেপ্তার। ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় হাত বোমা তৈরির সরঞ্জাম, পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়াির) ভোররাতে সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মাহাবুবুর মোড়ল, একই এলাকার মৃত আলী বকস গাজীর পুত্র শহিদুল গাজী।

কালিগঞ্জ সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশের একটি দল যৌথভাবে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে হোসেনপুর গ্রামের নিজ বাসা থেকে ডাকাত দলের একজন শীর্ষ সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজন ঘনিষ্ঠ সহযোগীকে কৃষ্ণনগর গ্রামে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশি করে পিস্তলের ম্যাগাজিন, বিস্ফোরক এবং হাত বোমা বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সেনা ক্যাম্প আরও জানায়, কালিগঞ্জে ইয়ার আলী এবং বাহার আলী নামের দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন স্থানীয়দের অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে বড় অংকের চাঁদা আদায় করে আসছে। ইয়ার আলী এবং বাহার আলী হাত বোমা বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে কালিগঞ্জ এর কৃষ্ণনগর ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গ্রেপ্তারকৃতরা ওই দুই ডাকাতের সহযোগী। তাদেরকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ আবদুল্লাহ আল মামুন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে