• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেখবেন যেভাবে

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ভিওডি বাংলা ডেস্ক    ২১ জানুয়ারী ২০২৬, ০৮:২২ পি.এম.
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।

বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করে।

উল্লেখ্য, গত বছরের ৫ ও ১২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১ হাজার ৪০৮টি কেন্দ্র ব্যবহার করা হয়।

সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) পাওয়া যাবে।

ভিওডি বাংলা/ আরিফ

পিডিএফ ডাউনলোড করুন
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ জানুয়ারির সহকারী শিক্ষা কর্মকর্তা পরীক্ষা স্থগিত
৭ জানুয়ারির সহকারী শিক্ষা কর্মকর্তা পরীক্ষা স্থগিত
সহকারী শিক্ষক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
২ জানুয়ারি পরীক্ষা সহকারী শিক্ষক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
সরকারি চাকরিতে ৩২ বছরের ঊর্ধ্ব বয়সসীমার বাধা কাটল
সরকারি চাকরিতে ৩২ বছরের ঊর্ধ্ব বয়সসীমার বাধা কাটল