• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী

ড্যাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ পি.এম.
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ। ছবি: ভিওডি বাংলা

 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার(২১ জানুয়ারী) উপজেলার শিলাইদহের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের বিএনপির মনেনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

ডা. ফজলুল হকের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধ করেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সহসভাপতি মো. ডা. মো. আবু সায়েম, সহ আইন বিষয়ক সম্পাদক ডা. মো. জাহিদ হাসান, কুষ্টিয়ার নেতা ডা. নাসিমুল বারি বাপ্পী, ডা. কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমূখ।

দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা  কর্মসূচীতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যা চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন কুষ্টিয়া, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যের এমন সেবায় খুশি সেবা গ্রহিতা, চিকিৎসক ও আয়োজকরা।

ভিওডি বাংলা/মোশাররফ হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা