• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-৯ ধানের শীষ পেলেন হাবিব

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ পি.এম.
ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ধানের শীষ প্রতীক গ্রহণ করা হয়। হাবিবুর রশিদ হাবিবের পক্ষে প্রতীক গ্রহণ করেন মাহাবুর রহমান হিরু ও ইউনুস মৃধা।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে হাবিবুর রশিদ হাবিব জনগণের কাছে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনদুর্ভোগ লাঘবে কাজ করার অঙ্গীকার নিয়ে মাঠে নামবেন।

নেতাকর্মীরা আরও বলেন, ঢাকা-৯ আসনের উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে হাবিবুর রশিদ হাবিব একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী। তার নেতৃত্বে বিএনপি এ আসনে বিজয় অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় নিরলসভাবে কাজ করবেন।

ভিওডি বিাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা