• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-৫: ধানের শীষে নবী উল্লা, দাঁড়িপাল্লায় মোহাম্মদ কামাল

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ১২:২১ পি.এম.
বামে ধানের শীষ প্রার্থী নবী উল্লা, ডানে দাঁড়িপাল্লা প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন-ছবি: সংগৃহীত

ঢাকা-৫ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বিএনপির প্রার্থী মো. নবী উল্লা ধানের শীষ পেয়েছেন, আর জামাতের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক অর্জন করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালেই ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তারা প্রতীক সম্পর্কিত চিঠি গ্রহণ করেন।

ঢাকা-৫ বিএনপির প্রার্থী মো. নবী উল্লা বলেন, “গত ১৮ বছর পর নির্বাচনে অংশ নিচ্ছি। আগামীকাল থেকে ব্যাপক প্রচারণা চালিয়ে যাব। জনগণ অত্যন্ত উৎসাহ নিয়ে ভোট দিতে বসেছে। আমি নিজে ঢাকার এই এলাকার বাসিন্দা। জনগণ আমাকে ভালোবেসে ভোট দেবে, ইনশাআল্লাহ বিজয়ী হব।”

অন্যদিকে দাঁড়িপাল্লা প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, “আমি সব জনগণকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনী প্রচারণা শুরু করব জুলাই মাসে আহতদের নিয়ে। সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে।”

ঢাকা-৫ আসনটি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। দলীয় কার্যক্রম ও নির্বাচনী প্রচারণায় উভয় প্রার্থীই জোর দিচ্ছেন ভোটারদের সাথে সরাসরি সংযোগ স্থাপন ও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার দিকে।

নির্বাচন কমিশনের বরাদ্দ অনুসারে, প্রতীক প্রাপ্তি শেষে প্রার্থীরা আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। এ আসনে ভোটারদের আগ্রহ অত্যন্ত বেশি বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা