• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধর্ম উপদেষ্টা

এবার ভোটকেন্দ্রে ছাগল নয়, থাকবে ভোটারদের ভিড়

সুনামগঞ্জ প্রতিনিধি    ২০ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পি.এম.
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সংগৃহীত ছবি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিগত তিনটি নির্বাচনের নামে প্রহসন করেছে। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবারই প্রথম দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি বলেন, ‘অতীতে আমরা দেখেছি ভোটকেন্দ্রের মাঠে ছাগল চড়ে বেড়িয়েছে। এবার ভোটকেন্দ্রে এমন কোনো সুযোগ নেই। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রগুলো পরিপূর্ণ হয়ে উঠবে।’ তার মতে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত গণভোট বিষয়ক সচেতনতামূলক সভায় এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের কোনো সরকারি কর্মকর্তা যদি কোনো দল বা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেন, তাহলে উপযুক্ত প্রমাণসহ নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে হবে। নির্বাচন কমিশন বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি জানান, ১২ ফেব্রুয়ারি একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। গণভোটের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য দেন।

সভায় জানানো হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে এবং ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না।

ভিওডি বাংলা/ এম আর সজিব/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
ইসি সানাউল্লাহ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও নড়চড় নয়
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান শ্যামলের
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত
পাংশার মাছপাড়ায় ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত