শহীদ জিয়াউর রহমানের আদর্শেই বিএনপি এগিয়ে যাবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এক অসাধারণ নেতা, যিনি স্বল্প সময়ের মধ্যেই কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তিনি যদি আরও বেঁচে থাকার সুযোগ পেতেন তাহলে বাংলাদেশ আজ কোথায় গিয়ে দাঁড়াত তা কল্পনার বাইরে। শহীদ জিয়াউর রহমানের আদর্শেই বিএনপি এগিয়ে যাবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা নিজের চোখে দেখেছি-তিনি কীভাবে ছাত্রদের সঙ্গে কথা বলতেন, তাদের মতামত শুনতেন। এমনকি বিরোধী ছাত্রদের অসৌজন্যমূলক আচরণের মুখেও তিনি নিরাপত্তার অজুহাতে দমন নয়, বরং সামনে এগিয়ে গিয়ে তাদের কথা শোনার পথ বেছে নিয়েছিলেন। এটাই ছিল জিয়াউর রহমানের নেতৃত্ব।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন কৃষকের পাশে বসা একজন মানুষ, শ্রমিকের কথা শোনা একজন নেতা এবং নারীদের কর্মসংস্থানের পথ খুলে দেওয়া এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। রেমিটেন্স, গার্মেন্টস খাতসহ বাংলাদেশের অর্থনৈতিক ভিত গড়ে ওঠার পেছনে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয়।
বর্তমান রাজনীতির প্রসঙ্গ তুলে ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপির বিরুদ্ধে অনেকে মিথ্যা বানোয়াট প্রচারণা চালাচ্ছে তাই বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করবে এবং যে বিজয় লাভ করবে, ইতিহাসে সে বিজয়, মহান বিজয় হিসেবে চিন্তিত হবে। কারণ এই বিজয়ের দরকার আছে। এই বিজয় না হলে গণতন্ত্র থাকবে না। এই বিজয় না হলে কৃষক শ্রমিক মেহনত মানুষের মুক্তি আসবে না। সেই জন্যে আমাদের ধৈর্যের সঙ্গে সবকিছু অতিক্রম করতে হবে। সবকিছু যেভাবে অতীতে আমরা জয় করেছি ঠিক তেমনি জয় করতে হবে।
শামসুজ্জামান দুদু দৃঢ়ভাবে বলেন, শহীদ জিয়াউর রহমান যে পথ দেখিয়ে গেছেন, সেই পথ ধরেই বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন এবং সেই একই ধারাবাহিকতায় আজ বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের ধৈর্য, মানবিকতা ও গণতন্ত্রের প্রতি অবিচল অবস্থানই প্রমাণ করে তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শেরই উত্তরসূরি।
সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা শহীদ জিয়ার কাছ থেকে যত বেশি শিক্ষা নিতে পারব, তাকে যত বেশি আপন করে নিতে পারব, তত দ্রুত সামনে এগিয়ে যেতে পারব। সেই লক্ষ্যেই আমি সবাইকে শহীদ জিয়ার আদর্শের প্রতি আরও অনুগত হওয়ার আহ্বান জানাচ্ছি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া আরও উপস্থিতি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নুজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ ও চেয়ারপারসনের উপদেষ্টা এড সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
ভিওডি বাংলা-সবুজ/জা







