• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন আরটিভির শামীম

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পি.এম.
গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বেসরকারি টেলিভিশন আরটিভির সিনিয়র রিপোর্টার শামীম চৌধুরী। ছবি-ভিওডি বাংলা

গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বেসরকারি টেলিভিশন আরটিভির সিনিয়র রিপোর্টার শামীম চৌধুরী। প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে আরটিভিতে প্রচারিত একটি প্রতিবেদনের জন্য তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গত শুক্রবার রাতে রাজধানীর বিজয় নগর একটি হোটেলে সিপিএল প্রেজেন্ট গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশান ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শামীম চৌধুরীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।

অনুষ্ঠানে আইকনিক লিডারশীপ আজীবন সম্মাননা প্রদান করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও ইউনিসেফ এর শুভেচ্ছাদূত বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ এবং বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে।

একই সঙ্গে অনুষ্ঠানে দেশের ব্যবসা বানিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, সমাজসেবা এবং আবৃত্তি সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন গুনি ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, দেশ বরেণ্য সংগীত শিল্পী রিজিয়া পারভীন, সংগীত শিল্পী মনির খান, চিত্র নায়ক শাকিল খান'সহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস রাখলে সরকারই লাভবান হবে
মাহফুজ আনাম স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস রাখলে সরকারই লাভবান হবে
সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতা
নূরুল কবীর সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতা
নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান সম্ভব নয়
মতিউর রহমান নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান সম্ভব নয়