• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছয় ব্যাংক হিসাব অবরুদ্ধ

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের অর্থ আত্মসাৎ

আদালত প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পি.এম.
সংগৃহীত ছবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুর ইসলাম।

দুদকের পক্ষে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক রাসেল রনি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রকল্পের পিএ হিসেবে কর্মরত ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম ও তার সংশ্লিষ্টরা প্রকল্পের ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা ব্যক্তিগত হিসাবে স্থানান্তরসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে অনুসন্ধানের মুখে রয়েছেন।

দুদক জানায়, অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্টরা ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার কঠিন হয়ে পড়তে পারে—এ কারণে অবিলম্বে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায় প্রত্যাখ্যান: ১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি