• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক    ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। ফাঁকা রাখা ৪৭টি আসন নিয়ে কী সিদ্ধান্ত হবে-এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত ঘোষণা দেবে না জামায়াতসহ ১০ দল। বিষয়টি নিয়ে আলোচনার জন্যই এ জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক বক্তব্য, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ভবিষ্যৎ কার্যক্রম এবং অবশিষ্ট আসনগুলোর কৌশলগত দিক নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

এর আগে, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৪৭টি আসন ফাঁকা রেখে বাকি ২৫৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলের মধ্যে সমঝোতা হয়। এই জোটের নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।

সমঝোতা অনুযায়ী, ২৫৩ আসনের মধ্যে জামায়াতে ইসলাম ১৭৯টি আসনে নির্বাচন করবে। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, নেজামে ইসলাম পার্টি ২টি এবং বিডিপি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তবে সমঝোতার অংশ হলেও জাগপা ও খেলাফত আন্দোলনের জন্য কোনো আসন বরাদ্দ রাখা হয়নি। ফাঁকা ৪৭টি আসন নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দলগুলো।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা