• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুর

ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পি.এম.
ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা। ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে ১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের নির্বাচন পরিচালনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। একই সঙ্গে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সভায় বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট নুরুল হক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রহমান বাবুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহিদ এবং উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে নির্বাচনের পরিবেশ স্বচ্ছ রাখতে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ মোঃ হুমায়ুন কবির/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা