• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ এ.এম.
লে. কর্নেল হেলাল উদ্দিন আহ্বায়ক ও আলতাফ হোসাইন সদস্য সচিব-ছবি-ভিওডি বাংলা

চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) উচ্চপর্যায়ের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দলের ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনকে আহ্বায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। 

নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মো. ছিদ্দিকুর রহমানকে। নবগঠিত কমিটি দায়িত্ব পালন করতে দলের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এবি পার্টির পক্ষ থেকে আশা করা হচ্ছে, নতুন কমিটি দলের নির্বাচনী প্রস্তুতি আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম হবে। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি দলের নির্বাচনী কৌশল এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি তদারকি করবে।

এই কমিটি গঠন প্রক্রিয়া এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সম্মতিক্রমে সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে দলের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে যে, আসন্ন নির্বাচনে স্বচ্ছ ও সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে প্রযুক্তি খাতে ৭ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে
এ কে এম ওয়াহিদুজ্জামান: বিএনপি ক্ষমতায় এলে প্রযুক্তি খাতে ৭ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেবে
গ্যাস সমস্যা ও মন্দির নির্মাণে দ্রুত উদ্যোগ নেব: ইশরাক
গ্যাস সমস্যা ও মন্দির নির্মাণে দ্রুত উদ্যোগ নেব: ইশরাক
ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
মির্জা আব্বাস: ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না