• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে থানা পুলিশের টহল জোরদার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পি.এম.
নবাবগঞ্জে ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে থানা পুলিশের টহল জোরদার। ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪ টায় সরেজমিনে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার, বাসস্ট্যান্ড, সম্ভাব্য ভোটকেন্দ্র এলাকায় টহল অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রমও বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে নজরদারিও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। কেউ নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা পুলিশের টহল বৃদ্ধিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, নির্বাচনের সময় পুলিশের সক্রিয় উপস্থিতি থাকলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে