• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোর

১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

যশোর প্রতিনিধি    ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পি.এম.
১৪ হাজার পিস ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা নারী।ছবি: ভিওডি বাংলা

​যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদককারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন—কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পের বাসিন্দা সকিনা আক্তার (৩০) এবং শুকুতারা (২০)। তারা উভয়েই রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছে ডিএনসি।

​ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৭টা ২০ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট শ্মশানের দক্ষিণ পাশে ‘বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর সামনে অভিযান চালানো হয়। এ সময় ওই দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে একজনের কাছে ৮ হাজার এবং অন্যজনের কাছে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করেছে ডিএনসি সদস্যরা।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, ​"মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিত চলমান রয়েছে। মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজকে মাদকমুক্ত রাখতে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।"

​আটককৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য