• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দ্বিতীয় বিয়েতে রাফসান-জেফা

বিনোদন ডেস্ক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ পি.এম.
বিয়ের অনুষ্ঠানে রাফসান সাবাব ও জেফার রহমান-ছবি সংগৃহীত

বিনোদন অঙ্গনের আলোচিত জুটি উপস্থাপক রাফসান সাবাব ও কণ্ঠশিল্পী জেফার রহমান অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। 

আরও পড়ুন: দীর্ঘ দিনের ‘ওপেন সিক্রেট’ প্রেম আজ পূর্ণতায়!

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এর আগে বুধবার সকালে অনুষ্ঠিত হয় তাদের গায়েহলুদ অনুষ্ঠান। মঙ্গলবার থেকেই তাদের বিয়ের গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এতদিন দু'জনই বিষয়টি নিয়ে নীরব ছিলেন। পরে রাফসান নিজের ফেসবুক পেজে দুজনের ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

ক্যাপশনে রাফসান লেখেন, “বন্ধুবান্ধব, পরিবার ও প্রিয়জনের ভালোবাসায় ঘেরা আমাদের যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে আপনাদের আশীর্বাদ কামনা করছি। আজ আমরা আমাদের জীবনকে একত্রিত করছি এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ে পা রাখছি।”

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে রাফসান সাবাবের তিন বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটে। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে অনেক চিন্তাভাবনার পর আলাদা হওয়াকেই সম্মানজনক সমাধান মনে হয়েছে।

নতুন জীবনের শুরুতে রাফসান ও জেফার জন্য ভক্তদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
তারেক রহমান: ৮ বার ‘এয়ার ফোর্স ওয়ান’ দেখেছেন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি