• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীর যান চলাচল কার্যত অচল

নিজস্ব প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ পথচারীরা।

দুপুর ১২টা থেকে শিক্ষার্থীদের অবরোধ শুরু হয় রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড় ও মহাখালী এলাকায়। একই সময় সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক অবরোধ করেন।

আরও পড়ুন: রাজধানীর ৩ পয়েন্টে ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

শিক্ষার্থীরা দাবি করছেন, আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অনুমোদন দিতে হবে এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।

পূর্বঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ১১টা থেকে পুরান ঢাকার তাঁতিবাজার চৌরাস্তা অবরোধ করেন কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আমিনুল কবীর তরফদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির অনুরোধ জানানো হচ্ছে।

দুপুর ১২টা ১০ মিনিট থেকে বাংলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করেন। তারা ‘আপস না সংগ্রাম’, ‘টালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল বলেন, অবরোধের কারণে গাবতলী, টেকনিক্যাল মোড় ও মিরপুর রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এতে নিউ মার্কেট, শাহবাগ ও ধানমন্ডিগামী সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী মোড় অবরোধ করলেও পুলিশের অনুরোধে ১৫ মিনিটের মধ্যে সড়ক ছেড়ে দেন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

একই দিনে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। তারা বলেন, হত্যাকাণ্ডের এক মাস পার হলেও দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই।

শিক্ষার্থীদের স্লোগান ছিল-‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার চাই, বিচার চাই’।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। পরে বিভিন্ন স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে খসড়াটি সংশোধন করা হয়। শিক্ষার্থীরা বলছেন, সরকার প্রতিশ্রুতি দিয়েও সময়মতো অধ্যাদেশ জারি করেনি।

তাদের আশঙ্কা, আবারও বিষয়টি পিছিয়ে দেওয়া হতে পারে -তাই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে এবং নাগরিক দুর্ভোগ কমাতে বিকল্প রুট ব্যবস্থাপনা চালু করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা