• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবুর রশিদ

খালেদা জিয়ার ত্যাগের পথেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়বো

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পি.এম.
হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিজের পরিবার, সন্তান, ঘরবাড়ি এবং ব্যক্তিগত সুখ সবকিছু বিসর্জন দিয়েছেন। তিনি মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কখনোই স্বৈরাচারের সঙ্গে আপস করেননি।ত্যাগের পথেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।

তিনি বলেন, “দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই খালেদা জিয়া আজীবন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এদেশের মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। সেই ভালোবাসার মূল কারণ একটাই তিনি জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতার প্রশ্নে আপসহীন ছিলেন।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর বাসাবো এর মোড়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে রক্ত ঝরেছে, সেই রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফাভিত্তিক রূপরেখা ঘোষণা করেছেন। সেই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে—একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

হাবিব বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে জনগণ তাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধি দলীয় আনুগত্যের চেয়ে জনগণের কাছে বেশি দায়বদ্ধ থাকবে। জনপ্রতিনিধি হবেন এলাকার মানুষের সেবক, ক্ষমতার মালিক নয়।

নারীর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তারেক রহমানের পরিকল্পনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের মা-বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

তিনি বলেন, খালেদা জিয়া তিলে তিলে মৃত্যুর মুখে গিয়েও দেশের প্রশ্নে আপস করেননি। শহীদরা এই দেশের মানুষের ভোটাধিকার ও মুক্তির জন্য জীবন দিয়েছেন। আমরা সেই অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ উল্লেখ করে হাবিব বলেন, “ভোটের দিন কেন্দ্রে গিয়ে আপনার ভোট দিয়ে আপনার প্রতিনিধি নির্বাচন করুন। তাহলেই সেই প্রতিনিধি আপনার কাছে জবাবদিহির মধ্যে থাকবে এবং এলাকার উন্নয়নে কাজ করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, “আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্যমুক্ত সমাজ গড়তে চাই। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষ নিরাপদ থাকবে এবং মাথা উঁচু করে বাঁচতে পারবে।

এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা