• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবুর রশিদ

ক্ষমতার আগে জনতা, দলের আগে দেশ

নিজস্ব প্রতিবেদক    ১০ জানুয়ারী ২০২৬, ১০:১৪ পি.এম.
হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যেখানে সব নাগরিক নিরাপদ থাকবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। 

তিনি বলেন, এই দেশের মালিক জনগণ। তাদের হাতেই ফিরিয়ে দিতে হবে ভোটের মাধ্যমে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর শ্রী শ্রী গীতা হরি সংঘ-দেবমন্দির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬-২৮ইং এ তিনি এসব কথা বলেন।

শ্রী শ্রী গীতা হরি সংঘ-দেবমন্দির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে হাবিবুর রশিদ হাবিব।

এই দেশের স্বাধীনতা, মানচিত্র ও পতাকা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে উল্লেখ করে হাবিব বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন।

শিশুকে চকলেট দিচ্ছেন হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্রজনতার আত্মত্যাগ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন সামনে এনেছে। সেই বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্রের মালিক সবাই। আমরা সবাই বাংলাদেশি এটাই আমাদের পরিচয়।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করবেন। নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকবে ।

ফুলেল শুভেচ্ছা।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নেতা নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবে। ক্ষমতার আগে জনতা, দলের আগে দেশ সবার আগে বাংলাদেশ।

বিএনপি এই নেতা বলেন,আজ যে দেশের জন্য এত সন্তান ও সহযোদ্ধা রক্ত দিয়েছে, সেই দেশ কখনো ব্যর্থ হতে পারে না। আমরা বারবার রক্ত দিয়েছি, বারবার ব্যর্থ হয়েছি; তবে আগামী দিনে  আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আপনার-আমার সকলের নিরাপত্তা নিশ্চিত থাকবে। সবাই নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকবে। আমরা সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

শ্রী শ্রী গীতা হরি সংঘ-দেবমন্দির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, সবাই মিলে আমরা আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে গড়ে তুলবো। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে আবারও এই দেশকে নিয়ে চক্রান্ত ও ষড়যন্ত্র হতে পারে। সে ক্ষেত্রে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না।

এ সময় সংঘ টির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা
রবিউল আলম রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা